জ্বলন্ত অঙ্গার
মিজানুর রহমান মিজান.
ও বিধিরে, তুমি দয়ার ভান্ডার
ক্ষমতা অজস্র অপরিসীম করুণার
অফুরন্ত নিয়ামত এ ভবের বাজার।।
কেইরে কর শক্তিশালী কেউরে কর দুর্বল
গায়ের জোরে কেউ কাড়ে অসহায়ের সম্ভল
কথায় কথায় বাহাদুরী দাপট ক্ষমতার।।
অসহায়ের আহাজারী বাতাস করে ভারী
প্রতিবেশী অত্যাচারী দখল নেয়া খবরদারী
আছে নিত্য সহচরী জ্বালাতন অত্যাচার।।
করে সদা অত্যাচার বিবেকহীন অনাচার
লোভ মিটে না তার আগুন জ্বালায় হিংসার
নিরীহের আর্তনাদ করুণ ইতিহাস বার বার।।
দুর্বলের বেরোয় জান অত্যাচারী হয় পাষাণ
চলছে ঘোর নিদান কেমনে পায় পরিত্রাণ
সদা পেরেশান জলেতে ভাসমান যাতনার।।
সারা অঙ্গে ক্ষতের দাগ নিপীড়ন নির্যাতন
অবিরাম অবিশ্রান্ত পোড়া দেহ মন প্রাণ
আর কত সহিবে অসহ্য জ্বলন্ত অঙ্গার।।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: