জ্বালায় জ্বলি.
মিজানুর রহমান মিজান.
.
জ্বালায় জ্বলি হয় বলাবলি.
শুধু চালাচালি।।.
সত্য মিথ্যা করে না যাচাই.
আজব তথ্য জুড়ে করে গো বডাই.
ফুটো কলস বাজায় খালি।।.
রটনা রটায় জোডাতালি লাগায়.
অন্যের সমালোচনায় পটুত্ব দেখায়.
অভ্যাসই তো শুধু কালাকালি।।.
নিজের অপরাধ দেখে না.
অবস্থান তার একবার ভাবে না.
অপরের দোষের করে বলাবলি।।.
ইমামের খুত খুজে বেডায়.
তার খুতের অভাব নাই চলায়.
অদ্ভুদ আচরণ পায় না হাততালি।।.
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: