• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:১৯ পিএম;
ঝিনাইদহে ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান জরিমানা
ঝিনাইদহে ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান জরিমানা

ঝিনাইদহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক। .

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ ও র‌্যাবের সদস্যরা। অভিযান শেষে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সেবা ও লাইসেন্স নাবায়ন না করা এমন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।.

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্যসেবার মান বজায় রেখে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার নিদের্শসহ সতর্ক করা হয়। আল-হেরা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টি সেন্টার ১০ হাজার, লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল ২৫ হাজার, আল মদিনা ক্লিনিক ৩০ হাজার, হাবিবা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টি ২৫ হাজার, মেসার্স মেডিসিন বক্স ফার্মেসী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ