তোরা মুক্ত হও.
_------------------.
মোহাম্মদ সায়েস্তা মিয়া.
( গদ্য কাব্য ; ২৮/০৯/২০১৫ ইং).
+++++++++++++++++.
তুমি উর্দ্ধাকাশমুখী রকেট -.
গন্তব্য কোনো গ্রহের বিত্তে।.
যেখানে স্বাধীন আর সুখের উল্লাস-.
চোখ থেকে ঝরে পড়া জলের অবকাশ নেই।।.
সাইরেন বাজাও অভিরাম সেবকের-.
তুমি পৌছাও ঝঞ্জাটের কবর দিতে।.
রাক্ষুসের মুখে থু-থু আর-.
বক্কে স্বজোরে লাথি মেরে।.
তুমি বীর বলে কথা!.
এগোও বিজয়ের নেশায়।।.
তুমি আমার ভাই, তোমার কাঁধে তোলো-.
আমার অচেতন হাতের একে-৪৭।.
আমার শক্তিতে তোমার হাতে গর্জে উঠুক ঘন্টা।.
ভেঙ্গে দাও প্রভুত্বের বন্ধীশালা-.
এনে দাও শান্তির বারতা।।.
নিগ্রো কিংবা কৃষ্ণাঙ্গের উত্তর দক্ষিণ নয়।.
পূর্ব পশ্চিমে যতো উৎপাত, যতো অনাছার।.
তুমি যাও সেখানে, করো ঘাত।.
হয়তো তুমি মরো, নয়তো সাম্যের ঘন্টায়-.
টং টং টং ঘন্টা বাজাও বিজয় খবর শুনিয়ে।।.
তুমি বলে দিও নাজমীন কিংবা নব্য মেরীকে-.
বার্লিনের কিংবা প্রাশ্চার্ত্যের ব্লুম বার্ণিকাকে।.
তোরা স্বাধীন হবে বলেই আমার চলে যাওয়া।.
আমি ভালবাসতাম, আমি তোমাদেরই লোক।.
আমি চিরমুক্ত হলাম, তোরাও মুক্ত হও।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: