• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দর্শনে আজ বঙ্গবন্ধু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০১ পিএম;
দর্শনে আজ বঙ্গবন্ধু
দর্শনে আজ বঙ্গবন্ধু

** দর্শনে আজ বঙ্গবন্ধু **.

** সালমা বেগম **.

******************************************.

এসেছি সেই সুদূর থেকে দেখবো নিজের চোখে.

কোথায় কাটতো বাল্য কৈশোর শিশু কাল থেকে।.

পিতা মাতার অমূল্য ধন প্রিয় "খোকা" তুমি.

গোপালগন্জ টুঙ্গিপাড়ায় তোমার জন্মভূমি।.

ছড়িয়ে পড়লো খোকা নামটি সারাবিশ্ব জুড়ে।.

আত্মতৃপ্তি মনের মাঝে টুঙ্গিপাড়া ঘুরে।.

সোনার চেয়েও মূল্য এখন খোকার টুঙ্গিপাড়া ..

দলে দলে পর্যটক আর সাজসজ্জায় ঘেরা।.

কি অপরুপ চারিদিকটা রয়েছে পরিপাটি।.

তোমার নামে জয়ধ্বনি আকাশ বাতাস মাটি।.

কতো স্মৃতি রয়েছে গাঁথা টুঙ্গিপাড়া ঘিরে.

সে সব দেখে মনটা যে আজ ফিরতে চায়না নীড়ে।.

কি বলবে বলো খোকা তাকিয়ে কি দেখছো?.

কে আমি!!কেনো এলাম!! সেসব নিয়ে ভাবছো?.

আমি তোমার প্রিয় ভক্ত ওহে জাতির পিতা....

তাকিয়ে কেন বলে দাও শুনবো তোমার কথা।.

কথা দিচ্ছি তোমায় ছুঁয়ে অবাধ্য হবোনা.....

মুক্তি যোদ্ধার সন্তান আমি ছেড়ে যাবো না।.

যতই আসুক বুলেট বোমা আগলে তোমায় রাখবো.

তোমার বাংলা তোমার অস্তিত্ব আঁকড়ে ধরে থাকবো।.

চেয়ে দ্যাখো এসেছে সবাই তোমার চর্চা করবে...

তোমার হয়ে নতুন প্রজন্ম দেশের হাল ধরবে।.

দোয়া করো ওহে পিতা মাথায় হাত রেখে....

তোমার সকল নীতি আদর্শ সবাই যেন শিখে।.

মহা মানব হবে তুমি আদর্শে তোমার ছিলো...

শৈশব কাল থেকেই সেটা প্রমাণ হয়ে গেলো।.

আন্দোলন,সংগ্রাম তুমি করতে দেশের স্বার্থে.

বাঙলীর অধিকার নিয়ে লড়াই তুমি করতে।.

স্বাধীন দেশ স্বাধীনতা!! দিলে বাংলার মুক্তি....

লাল সবুজের পতাকা উড়িয়ে বাঙালির আত্মতৃপ্তি।.

কতো প্রশ্ন ছিলো মনে হাজার ব্যাথা বুকে .....

ভুলে গেলাম মুহূর্তে সব তোমার মুখটি দেখে।.

তাকিয়ে আছো মোর পানে যে!! বলবে কিছু নিশ্চয়ই?.

কাজ করে যাই বাংলা গড়ার অকৃতজ্ঞ আমি নই।.

তৈরী হবে নতুন প্রজন্ম থাকবে তোমার আদর্শ.....

বাংলা রক্ষায় প্রস্তুত থাকবে জীবন করতে উৎসর্গ।.

রয়েছো তুমি শ্রদ্ধার সহিত বাঙালীদের নিঃশ্বাসে,.

তোমার গল্প শুনতে শুনতে রেখেছি তোমায় বিশ্বাসে।.

দেখিনি তোমায় দুই নয়নে শুনেছি হাজার গল্প।.

স্বাধীন বাংলায় স্বাধীন বাঙালীর তুমি ছাড়া নেই বিকল্প।.

ঠাঁই করেছো হৃদয় কোনে সন্দেহ নেই এক বিন্দু .....

সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু ।.

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বজ্র কন্ঠের ভাষন.....

বিশ্ববাসী দিলো তোমায় শ্রেষ্ঠ নেতার আসন।.

তোমার গর্বে গর্বিত বাঙালি উপলব্ধি মর্মে মর্মে...

অনুকরণ করতে চাই সকল কৃতকর্মে।.

তোমার কন্যা শেখ হাসিনা হাল ধরেছে বাংলার....

বিশ্ব নেতার কাতারে আজ উন্নয়নের জোয়ার।.

ফিরে এসো একবার তুমি তোমার সোনার বাংলায়।.

তোমার অভাব পূরণ কি আর কোন কিছুতে করা যায়?.

তোমায় ছাড়া দেশটা কেমন লাগছে ফাঁকা ফাঁকা....

তোমার ছবি বাঙালিদের হৃদয় কোনে আঁকা।.

বলো তুমি কি বলতে চাও ? তাকিয়ে কেন মোর পানে....

বললে যাহা মোর সনে আজ ছড়িয়ে দিবো সবখানে।.

সোনার বাংলা গড়বো মোরা তোমার আদর্শ ঘিরে.

দ্রুত কাজ করবো শুরু এখান থেকে ফিরে ।.

এসেছি যারা সবাই আমরা তোমার ভক্ত যোদ্ধা.....

লক্ষ কোটি সালাম তোমায় জানাাই বিনম্র শ্রদ্ধা।.

 .

কবিতা টি রচনা কালঃ ১২-০৩-২০২১খৃঃ.

স্থানঃ বঙ্গবন্ধুর মাজার,টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।. .

ডে-নাইট-নিউজ / সালমা বেগম

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ