
দীর্ঘশ্বাসের দহন.
মিজানুর রহমান মিজান.
জুলুমবাজের জুলুমে, আহাজারী দমে দমে
আকাশ বাতাসে জমে অবিরাম রোদন।।
অন্যায্য চাওয়া,হেতুহীন পাওয়া
অপরাধ একটাই, কেন কাটাই নির্ভেজাল জীবন।।.
থমকে দাড়ায় আকাশ বাতাশ
রুনাজারী নিত্য মিটে না পিয়াস
একেক ফন্দি নুতন আঁটে ঘটায় অঘটন।।.
জন্মাদি জ্বলছে বুক
আহার নিন্দ্রা নাহি চোখ
নিষ্পলক চাহনী দীর্ঘশ্বাসের দহন।।.
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: