• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দেখিয়া খুঁজি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪১ পিএম;
দেখিয়া খুঁজি
দেখিয়া খুঁজি

দেখিয়া খুঁজি.

..........

নদীৱ তীরে বসে.

ভাবছি একা আনমনে,.

যৌবন যার মিশেছে ধুলায়.

আসেনা ভ্রমর মধুবনে।.

এইতো সেদিন সকাল বেলায়.

রাক্ষুসী ভয়ানক রুপে,.

শত শত ঘরবাড়ি আর অভাগীৱে.

আহারিলে একটি গ্রাসে।.

হায় নদীএখন কেমন লাগে.

মাঝিদের গান শোননা,.

দেখনা আর যুবতীর ভরা যৌবন.

হয়েছ শুধুই আবর্জনা।.

তবুও ভালো লাগে তোমাকে.

কথা বলি অবকাশে,.

তোমার জীর্ন শীর্ন দেহখানি.

দেখিয়া খুঁজি নিজেকে।. .

ডে-নাইট-নিউজ / কবি হোসনে আৱা হাসি

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ