** ধূমপান বিষ পান **.
** সালমা বেগম **.
************************.
ধূমপান বিষ পান করছো.
কেন বুঝে?.
সোনার চেয়েও মূল্য জীবন.
ধবংস করছো নিজে।.
নেশার পিছে করছো খরচ.
কষ্টের উপার্জন,.
ঐ টাকাতে মিটাও তোমার.
ঘরের প্রয়োজন ।.
ভেবে দ্যাখো ঐ জীবনটা.
তোমার একার নয় ,.
কেনো করবে জীবনটাকে.
তিলে তিলে ক্ষয়?.
ধূমপানে বিষ পান প্রচার.
সারা বিশ্বের,.
তার পরেও নেশা করে ক্ষতি.
করছো নিজের ।.
হীরার চেয়েও মূল্য তোমার.
নিজের ঐ জীবন,.
নেশা ছেড়ে জীবন গড়ো.
ফুলের'ই মতন।.
নেশাগ্রস্ত মানুষের কাছে.
জীবনের মূল্য নেই,.
জীবনটার যে অনেক মূল্য.
একটু নজর দেই।.
বাবা মা স্ত্রী পুত্র সবাইর.
কথা ভেবে ,.
এই নেশাটা এবার তুমি ছেড়ে.
দাওনা তবে ।.
.
রচনা কালঃ --২১-০৭-২০১৭ খৃঃ --.
-----স্থানঃ ঢাকা-----. .
ডে-নাইট-নিউজ / সালমা বেগম
আপনার মতামত লিখুন: