• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পি কে হালদার ৩ দিনের রিমান্ডে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৩ পিএম;
পি কে হালদার ৩ দিনের রিমান্ডে
পি কে হালদার ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা পাচারের মামলার মূল অভিযুক্ত পি কে হালদারকে (পশান্ত কুমার হালদার) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে গতকাল শনিবার দুপুরে গ্রেফতারের পর আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত। .

তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী ১৭ মে পিকে হালদার ও তার পাঁচ সহযোগীকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হতে পারে। .

গতকাল শনিবার ভারতের অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পিকে হালদারসহ তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে তোলে ইডি। .

এক বিবৃতিতে ইডি জানান, বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী মূল হোতা পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করতেন। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।. .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ