প্রতিহিংসার আভাষ
মিজানুর রহমান মিজান.
বন্ধুয়ার পেয়ে গো আশ্বাস
মনে প্রাণে ছিলো বিশ্বাস
হবো সুখি এ ভুবনে।।
আজি দেখি ভিন্নতা
হৃদয়হীনা নাহি মমতা
আছে শুধু কুঠিলতা
অন্যের বুকে রাখে মাথা
আমি মরি চিতার আগুনে।।
করে অতি সাধের পিরিতি
যায় কুলমান ও জাতি
নাহি গো অন্য গতি
সদা সহচর দুর্গতি
সাধ মিটালে আচরণে।।
কিবা দোষ পেলে অন্তরে
না বলে চলে গেলে দুরে
এ যাওয়া কি সঠিক হয়রে
একবার ভাবনা হৃদয়পুরে
প্রতিহিংসার আভাষ মিলে প্রমাণে।।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: