• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম;
ফুলবাড়ীতে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
ফুলবাড়ীতে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি গাছ কাটার অভিযোগে মিলন কুমার রায় (৩৫) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় ৫০ মণ সরকারি গাছ ও গাছের খড়ি উদ্ধার করা হয়েছে।.


    গত রবিবার সন্ধ্যায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর এলাকা থেকে গাছ কাটার সময় মিলন কুমার রায়কে আটক করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। মিলন চন্দ্র রায় পৌরএলাকার সুজাপুর গ্রামের হরিপদ রায়ের ছেলে।অভিযান চলাকালে উপজেলা বন কর্মকর্তা আব্দুল হাই, ভূমি কার্যালয়ের নাজির আতিউর রহমানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।.


    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, সরকারি গাছ কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভিমলপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন চন্দ্র রায়কে আটক করা হয়। পরে তাকে বন আইন ১৯২৭ এর ২৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ৫০ মণ সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ ও খড়ি উদ্ধার করা হয়েছে। সেগুলো নিলামের প্রস্তুতি চলছে। 
 . .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ