এছাড়া এই কমিটিতে আকিব আবরার, মামুন অর রশীদ, ফেরদৌস আল ফাহাদকে সহ সভাপতি, এহসান জোবায়ের, জিল্লুর রহমান রিয়াদকে যুগ্ম সাধারণ সম্পাদক, সারোয়ার সাকিবকে সাংগঠনিক সম্পাদক এবং মো. সাদিকুর রহমান, মো. রায়হান, মারুফ আল সোয়াদকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।.
অন্যান্যদের মধ্যে নাঈম শাহরিয়ার (অর্থ সম্পাদক), আমিরুল ইসলাম (প্রচার সম্পাদক), মঈনুদ্দিন খান সিফাত (দপ্তর সম্পাদক), এম.জি.কে.সবুজ (সহ-দপ্তর সম্পাদক), নাঈম রানা (সাংস্কৃতিক সম্পাদক), ইউসুফ রাকিব (পরিবেশ বিষয়ক সম্পাদক), তানজিদ শুভ্র (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), তানভীর হাসান আসিফ (আইন বিষয়ক সম্পাদক), ছুম্মা মিম (নারী ও শিশু সম্পাদক), নওশাদ পারভেজ (ক্রীড়া সম্পাদক), জাহিদুল হক রনি (ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক), রাশেদুল হায়দার রাসেল (সমাজসেবা বিষয়ক সম্পাদক), সম্মানিত সদস্য হিসেবে মোশাররফ হোসেন খান, মো. রাকিবুল হাসান, হৃদয় রাজ, ইরিন নাহার, সুলতানা ইসলাম ছন্দা, মাহবুব হাসান ইমন, মাহবুবুর রহমান সিয়াম, কবির হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।.
ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়নে ও সামাজিক কর্মকান্ডে, অনলাইন ও অফলাইন কার্যক্রম বিষয়ক সার্বিক বিষয়ে ফুলবাড়ীয়া হেল্পলাইনকে আরো এগিয়ে নিয়ে যেতে নবগঠত কমিটি ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।. .
ডে-নাইট-নিউজ / আরজে তানজিন
আপনার মতামত লিখুন: