তানজিদ শুভ্র: রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বেসরকারি পলিটেকনিক সিপিআই ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সিপিআই প্রজেক্ট ফেয়ার ২০২৪’। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী চলে এই আয়োজন।.
.
আয়োজনে অংশগ্রহণ করে নিজেদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী করে প্রতিষ্ঠানটির ৬টি ক্লাবের শিক্ষার্থীরা। উদ্ভাবনী মেলায় মেকানিক্যাল ক্লাব ৫টি, অটোমোবাইল ক্লাব ৫টি, সিভিল সফট ক্লাব ৭টি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ক্লাব ১১টি, মেকাট্রনিক্স ক্লাব ১১টি এবং আইসিটি ক্লাব সর্বোচ্চ ১৮টি প্রজেক্ট তৈরি করে প্রদর্শনীতে অংশ নিয়েছে।.
.
সমসাময়িক বিভিন্ন বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এসব প্রজেক্ট। কেউ তৈরি করেছে রোবটিক গাড়ি আবার কেউ তৈরি করেছে গ্যাস ডিটেক্টর, ফায়ার ফাইটার গাড়ি, বায়ু কিংবা জল টার্বাইন। বাড়ি ঘরের নিরাপত্তার জন্যও তৈরি করা হয়েছে বিভিন্ন প্রজেক্ট; এদের মধ্যে অন্যতম লেজার সিকিউরিটি সিস্টেম। অটোমোবাইল ক্লাবের তৈরি বিভিন্ন প্রজেক্টের মধ্যে রিমোট কন্ট্রোল কার ও আই সেন্সর অটো পার্কিং সিস্টেমটি সবার নজর কেড়েছে।.
আইসিটি ক্লাবও পিছিয়ে নেই প্রজেক্ট তৈরিতে। সর্বোচ্চ সংখ্যক প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ই-কমার্স সাইট, মোবাইল অ্যাপ ডিজাইন, হোটেল বুকিং ওয়েবসাইট রয়েছে। আইসিটি ক্লাবের অন্যতম আরেকটি প্রজেক্ট ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহার করে গ্যাস লিকেজের অ্যালার্ম সিস্টেম তৈরি করা।.
.
সিপিআই সফট ক্লাবের অংশগ্রহণকারী মো. সেলিম রানা বলেন, আমাদের প্রজেক্টে একটি আদর্শ আবাসিক কলোনি ফুটিয়ে তুলেছি যেখানে শিশু পার্ক, খাবার পানির সরবরাহ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে ক্রস রোডের উপর ওভার পাস ব্যবহার করেছি। কলোনিতে চিকিৎসা সেবার জন্য হাসপাতাল, শিক্ষাদানের জন্য স্কুল ও কলেজ রয়েছে।.
.
মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. রিফাত আহমেদ বলেন, আমরা স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করেছি যা বিভিন্ন বিপদকালীন সময়ে খুবই কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। কৃষি জমিতে কীটনাশক দেয়া, ফসলের বিভিন্ন তথ্য সংগ্রহ, অগ্নি নির্বাপণে কিংবা খাদ্য বিতরণে এই ড্রোন কাজে লাগিয়ে সময় ও শ্রম দুটোই লাগব করা যাবে।.
.
দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত ব্যক্তিরা পরিদর্শন করতে আসেন। এসময় উপস্থিত ছিলেন সিপিআই ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুর রহমান, চেয়ারম্যান প্রকৌশলী শাহ মীম ওবায়দুল্লাহ প্রমুখ।.
সিপিআই ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির একাডেমিক ইনচার্জ প্রকৌশলী আবু সাঈদ মো. মাহবুব বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবন শক্তিই পারে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন দিগন্তের দিকে নিয়ে যেতে।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: