• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফোরাত নদীর কান্না


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:১৭ পিএম;
ফোরাত নদীর কান্না
ফোরাত নদীর কান্না

ফোরাত নদীর কান্না।.

( কারবালা স্মরনে).

**********.

আকণ্ঠ জল,থৈ থৈ জল.

কি কাজে লাগিল বল্?.

নবীর বংশ তৃষায় কাতর.

আমি নির্বাক পাষান পাথর।.

এ ব্যথা ভুলিব কেমনে?.

পাষন্ডরা হানিল শর.

নিষ্পাপ শিশু ঐ আজগর.

লহু ধারা বয় দর দর দর.

ঈমাম শোকে নির্বাক.

কত ব্যথা তার মনে।.

বড় ব্যথা জাগে লেবাসধারী.

মুসলিম সেজে ওরা পাপাচারী.

নবী বংশের বিনাশ লাগী.

ঈমান আমল সব কিছু ত্যগী.

কেমনে হানিল সুতীক্ষ্ণ তরবারী.

ঐ পবিত্র গলে?.

আমি বাক হারা দেখিয়াছি সব.

করেছি বিলাপ নয় কলবর.

পাষন্ডরা দাঁড়ি জোব্বায়.

ঈমান বেচিল লোভ লালসায়.

পুড়িবে ওরা নরক অনলে জ্বলে।.

------ রেজা।.

.

ডে-নাইট-নিউজ / এমাঃ মাহফুজ রেজা

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ