বন্যা।.
****.
ঘর বাড়ী সব তলিয়ে গেছে.
ভাসছে জলের পরে,.
উপায় অন্ত নাই তো কিছুই.
বাঁচবে কেমন করে?.
যেই দিকে তে তাকায় ওরা.
জল থৈ থৈ করে,.
কবে যে হবে এর অবসান.
ফিরবে তারা ঘরে?.
দুধের শিশু বুকে জড়িয়ে.
ভেসে চলছে মা,.
কোথায় যাবে কি বা খাবে.
কেউ তো জানে না।.
এমনি ভাবে দাঁড়িয়ে থেকে.
কাটবে কি ভাই রাত?.
ভাবনা গুলো যায় গুলিয়ে.
পাই মনে আঘাত।.
আছেন যারা বিত্তশালী.
দাঁড়ান ওদের পাশে,.
হতাশা আর ভয় ভাবনায়.
আছে মহা ত্রাসে।.
দলমত সব শিকেয় তুলে.
হাত দুটো বাড়াই,.
সেই সাথে আল্লাহ তায়ালার.
রহম মোরা চাই।.
--------- রেজা।. .
ডে-নাইট-নিউজ / রেজা
আপনার মতামত লিখুন: