বাবা-মা ------------.
বড়ো দুঃখ লাগে.
বাবা কেঁদে ফেরে রাস্তায় রাস্তায়.
মা বৃদ্ধাশ্রমে।।ও'রে.
বাবার ব্যাথায়,মায়ের কান্নায়.
খোঁদার আরস্ কাঁপে।।.
ছিলে তুমি যখন অসহায়.
সাথী ছিল শুধু মা।.
মাথার ঘাম পায়ে ফেলে বাবা.
মিটিয়েছেন সখের বায়না।.
কি করে ঘুমাও খাঁট-পালংকে.
তাঁদের রেখে চাঁটিয়ার পরে।।.
ছিলে তুমি ছোট্ট শিশু.
তাঁদের চোখের মনি।.
তোমায় রেখেছেন বুকের পরে.
কখনও মাটিতে ফেলেনি।.
তুমি কতটা করেছ বলো.
তাঁদের সুখের তরে।।.
তুমিও একদিন হইবে বাবা.
হইবে কারো মা।.
কি করে ভাবিলে তোমার তরে.
এমনটি ঘটিবে না!.
বাউল হিটুর এই বন্দনা.
থেকো তাঁদের চরণ ধরে।।. .
ডে-নাইট-নিউজ / আব্দুর রহমান হিটু বাউল
আপনার মতামত লিখুন: