ভাগ্য টা কে বদলে দেবে.
পাথর গুলো সব,.
নিজের টাকায় কিনছি এ সব.
কেন, করছ কলরব?.
পাথর যদি ভাগ্য টা কে.
বদলে দিতে পারে,.
যেই বেটা বিক্রি করে.
বসে পথের ধারে।.
তার কেন হয় না বদল.
হয় না কোটিপতি?.
ভাগ্য বদলের পাথর বেচে.
তবু কমে না দুর্গতি।.
-------- রেজা।.
ডে-নাইট-নিউজ / -------- রেজা।
আপনার মতামত লিখুন: