গীতি কবিতা (গান).
** মন পাখি তুই রইলি কোথায় **.
* সালমা বেগম *.
মন পাখি তুই রইলি কোথায় মনের চাবি লইয়া,.
তুই বিহনে কাঁদে এ মন মরছে ছট ফটাইয়া।.
উদাস মনটা খোঁজে তোরে দিবা নিশি ভোর,.
কোথায় আছিস কেমন আছিস খবর নাইরে তোর।.
সারাটা দিন পাখি তোকে পুষি মনের মাঝে.
দুই নয়নে তোকে দেখি মন বসে না কাজে।.
পাগল করা ভালোবাসা মায়াবী তোর চোখে,.
তিলে তিলে ভালোবেসে আগলে রাখলাম বুকে।.
একমুহূর্ত থাকতিস না তুই আমাকে না দেখে,.
কেমন করে থাকিস পাখি!! এই আমাকে রেখে।.
তোর বিহনে কান্দে এ মন নিরবে তাই খুঁজি,.
ভালো নাইরে পাখি তুই আমিতো সব বুঝি।.
আমার পাখি আমায় ছাড়া ভালো নাহি থাকে,.
ছটফট ছটফট করছে পাখি আমাকে না দেখে।.
রাখছিস যারা বন্ধী করে আমার পাখিটাকে,.
মন পাবিনা কোনদিন ও পাবি দেহটাকে।.
কোথায় আছিস পাখি আমার আয় না উড়ে উড়ে,.
দুই নয়নে দেখলে তোরে মনটা যাবে ভরে।.
তাং----২০--১০-২০১৯ইং----.
----- ঢাকা -----. .
ডে-নাইট-নিউজ / সালমা বেগম
আপনার মতামত লিখুন: