মন বলে কথা.
-------------------.
মোহাম্মদ সায়েস্তা মিয়া.
(০৮/০৮/২০১৪ ইং).
( গদ্যকাব্য).
++++++++++++++.
.
যদি বলি যাক ভেসে পাড় ভেঙ্গে-.
সব কিছু লন্ড করে কালবৈশাখ,.
আমার হৃদসাগরে উঠা ঢেউয়ে।.
সে হারিয়েছে উত্তাল স্রোতে অজানায়-.
কমতি হবে বলায়, মাত্র নগন্য অভিসম্পাত।.
.
স্বপ্নে দেখা ছবি বুকে কষাঘাত করে-.
করে দিবানিশি আনমনা।.
ঝিংগের ফুলফোটা বিকালটাও দূসর-.
দিয়েছে যেন আকাশটা চন্দ্রউদয় নির্বাসনে।.
অথই পাথারে কুলহীন লাশ হওনে।.
.
তার হাত ধরে হয়েছে লম্বা পরিণতি।.
তীরের খুজে হাক দেই হাত বাড়িয়ে-.
স্বার্থের এ জগতে কেউ আর ঘেষেনি।.
শুধুই গোঙ্গানী নিরর্থক আর আজীবন-.
ভাসিয়ে দেওয়া ভেলার এক একা যাত্রী আমি।.
.
আকাশে সূর্য্য হাসেনি, কাঁদে মেঘের ভেলা।.
হতে বারিধি পার যেতে তেপান্তর।.
আমার নিরবধি বসে সময় গুণে চলা-.
কেউ উঠিল না মোর নায়।.
অঝর বারি মুছিল না কেউ গায়।।.
.
কতো হলো পার, কতো হলো ধনবান।.
আমার জুটিলো শুধু বিরহী পালাগান।.
.
আমার সম্বল নিয়েছে তাঁর করে।.
শুন্য তালি বাজে মোর ঘরে।.
মরিচিকা সব, সব মিছে-.
তোমার ভরসা করে শুন্যতা লেগেছে পিছে।.
.
সুজন হলে আজ, হতো না এমন দসা।.
অসময়ে ভেঙেছে মোহের ঘুম-.
আমার হতে কেউ নিলে শিক্ষা.
জীবনে আসবে খুশির ধুম।.
ভয় নেই তার, যে হবে সাগর পার।।.
Attachments area.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: