মানুষ কষ্টের শিরোনাম
-পথিক রানা .
অজান্তা,
আমি কষ্টের উজ্জ্বল আগুনে পোড়া কোন ফোসকা মাটি
তবুও ঝুরঝুরে জোড়া পায়ে মৃত্যুর দিকে হাঁটছি
চলে যাচ্ছি মায়াবৃক্ষের ছায়া বঞ্চিত পথিক হয়ে...
আমাকে ফেরাও-খুলে রাখো ইঁদারা চোখের মিনতি
যে চোখে একবার তাকালে নিভে যায় ইউক্রেনের আগুন
থেমে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ-পরাশক্তিদের উদ্ধতস্বভাব। .
জানি অজান্তা,
তোমার শাড়িতে ঢেকে রাখো কয়েকশো পিরিতের লাশ
আমাকেও নাহয় গোপন করো অমন সুগন্ধী বুকের পাহাড়ে
সমূলে ভেঙে দাও ভুল মাংসের উপলব্ধি
একবার ঊরুসন্ধির অন্ধকারে রেখে নির্মম অভিশাপ দাও
যেন সত্যিকারের সন্ন্যাসী হতে পারি।.
অজান্তা,
তুমি চাইলেই থেমে যাবে পণ্য ক্রয়ের সারিতে মানুষের যুদ্ধ
দরিদ্রের বাজারে নেমে যাবে পেঁয়াজের ঝাঁঝ
আর চালের দোকানে কমে যাবে মানুষের ক্রোধের মাত্রা,
সংবাদ শিল্পে উড়বেনা আর খাদ্যমন্ত্রীর কথার ফানুস
প্রশ্ন উঠবেনা-জীবন কি সয়াবিন তেলের চেয়েও দামী?
কেন আজকাল তৈলকাব্যে নির্ভর করে স্বাধীনতা পদক?.
অজান্তা,
আমার যেকোন কবিতা তুমি একবার গুনন করে দেখো
দেখবে আমি আমার চেয়েও বেশি পরাজিত;
আমাকে পাঠ করো, আমি কবি, একজন নিঃসঙ্গ অপরাধ
অথবা পড়তে পারো দূরহপাঠ কোন বইয়ের তাকে-
মানুষ একটি কষ্টের শিরোনাম।.
জানি, তুমিহীন আমাকে তুচ্ছতায় বাঁচতে হবে অনেক প্রেমের ময়লা মেখে
বাঁচতে হবে পৃথিবীর পতিতালয়ে ক্ষুধা কেনা নিষিদ্ধ আরেকজন পুরুষ হয়ে
হয়তো এভাবেই চিরকাল মানবতার অসুখে আক্রান্ত কবির মত ধুঁকে ধুঁকে....
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: