মৃত্যুহীন কবিতা.
মোহাম্মদ সায়েস্তা মিয়া.
আমার বেহালার তার ছিড়ে আমাকে হত্ত্যার তৃপ্তি খোজো।
বাহঃ তুমি ভুল করলে বলব না।.
চৈত্রের খরতাপে ষোলমন পাথরও বুকে চেপে ধরলে-
এখন রাইফেলটা তাক করে আছো-
আর বলছো ক্ষেপনাস্ত্র ছুড়বে মস্তকে।
কারণও বলেছো, কেন তোমার এত জেদ।.
আমার মানিব্যাগের সারিন্দা
শপিংমলের বারান্দায় বাঁজেনা।
কিংবা সন্ধ্যার রংয়ের মতো বড্ড আঁধার।.
তোমার ঘৃনাক্ত সাহস সীমান্ত পার হয়েছে কি না?
হাসব তবু বলব না।.
আমাকে বলতে দাও।
তুমি আজ জানো আমার অস্তিত্বের আওয়াজ।
আমি দেবদাস, মাউন্টটেন ম্যান-
আবার শাহ- জাহানও বটে।
আমার হাকে অসৎ এর গর্ভপাত ঘটে।
আর পৌছায় উত্তর- দক্ষিন,পূর্ব- পশ্চিমে।.
আমার হাক রিলিজ করে আকাশবাণী-
আল- জাজিরা, আনন্দবাজার, বিবিসি বাংলা।
আমি তোমার ভঙ্গুর রাজ্যের স্বাধীনতা ঘোষনা করি,
করি মুক্তির মিছিল।
আমার হাকে পৃথিবী কাঁপে
তোমার কি কাঁপে না? হে পাষান-.
কেন?
তোমার হেডফোনে শুনো-
শুধু তোমার কর্দমাক্ত ঘামের ঘন্ধ শুকার ব্যগ্রতা।
তোমার কপালে দীর্ঘ চুম্বন আঁকা
আর এক বালিশে নিদ্রায় নিশির
সমাপ্তি বিলাসের বাসনায়।.
আমি বার- বার তোমার স্বাধীনতার ঘোষনা করি।
কখনো লন্ঠন হাতে কখনো কলম, কখনো বাঁশির বাণে।.
আমি মরুবালির তপ্তে দাড়িয়ে আছি- তোমার অপেক্ষায়।
তুমি সবুজ হয়ে এসো- এসো সূর্য্য ওঠার আগে।
তুমি এসো-
আমার বুকে, আমার উঠোনে-
আমার গ্রামে, আমার রাজ্যে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: