• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রক্তের দাগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম;
রক্তের দাগ
রক্তের দাগ

রক্তের দাগ.

মুহাম্মদ সায়েস্তা মিয়া.

০৫/১২/২০১৬ খ্রী:.

++++++++++++++++.

আমি তোমাদের লোক.

জানে বিশ্ব ভূ-লোক.

আমার খাবারে তোর ভাগ.

ভাগ নিতে তুই আজ জাগ্।.

আমাকে করে ঘরের বাহির.

উল্লাস করে যে জাহির-.

পিঠে দেখি রক্তের দাগ.

বদলা নিতে করি বিষম রাগ।।.

ভাবি সব সমতা সমান.

ততো হয় বৈরিতা প্রমান-.

কানে পৌছেনি প্রেম ডাক.

অসুর চলে সাধুর আগ-আগ।।.

হুলমারা হয় কি মানুষের কাজ.

অন্যায় করে তবো বিসর্যে লাজ।.

আমার হাতে না ধরিলে হাত.

তুমি আমি ধ্বংস নির্গাত।।.

যতো ভাবি সবকিছু অনুপম.

শক্তের ভক্ত নরমের যম।.

এ নীতি চলবে আর কতকাল.

নির্ঘুম হতে হবে তুমি চিরকাল।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ