র্যাব-১৫, কক্সবাজার এর অাভিযানিক দল গত ২২/০৩/২০২৩ তারিখ অনু: ০৯.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৩ এবং ক্যাম্প-১৯ এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী সাত সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিস্তারিত পরিচয় ১। ফরিদুল হক (৩৪), পিতা-লোকমান হাকিম, এফসিএন-২০৭৪৬৩, ব্লক-ডি/৩, ক্যাম্প-১৩, ২। দিল মোহাম্মদ @ ফয়েজ (২৫), পিতা-মোহাম্মদ আলী, এফসিএন-২১৬৪৯৩, ব্লক-ই/০৩, ক্যাম্প-১৩, ৩। আব্দুল আউয়াল @ ওয়াহেদ (১৯), পিতা- মোহাম্মদ আলী, এফসিএন-২১৬৪৯২, ব্লক-ই/০৩, ক্যাম্প-১৩, ৪। মোঃ ইউনুছ (৩৪), পিতা- দিল মোহাম্মদ, এফসিএন-০১৫৬২১, ব্লক- ই/০৩, ক্যাম্প-১৩, ৫। নাজমুল হাসান (২৮), পিতা- করিমুল্লাহ, এফসিএন-২০০০৪৯, ব্লক- সি/১০, ক্যাম্প-১৯, ৬। এহেছান উল্লাহ(৩১), পিতা- মোঃ ইলিয়াস, এফসিএন-২০৩৭১৯, ব্লক-সি/০৪, ক্যাম্প-১৯, ৭। মোঃ রিয়াজ (৩০), পিতা- দিলদার আহমদ, এফসিএন-২৮৪৫৫০, ব্লক-এ/০৫, ক্যাম্প-১৯, সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়। .
.
উল্লেখ্য যে, ধৃত আসামীগণের ক্রিমিনাল রেকর্ডপত্র যাচাই করে ধৃত ৫নং আসামী নাজমুল হাসান ও ৬নং আসামী এহেছান উল্লাহ দ্বয়ের বিরুদ্ধে কক্সবাজার উখিয়া থানার মামলা নং-১৪, তারিখ-০৬/০৩/২০২৩খ্রি:, ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/৩৪ ধারা এবং ধৃত ৭নং আসামী মোঃ রিয়াজ এর বিরুদ্ধে কক্সবাজার উখিয়া থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০২/২০২৩ খ্রি:, ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত ১,২,৩,৪ নং আসামীদের বিরুদ্ধে গত ২১ মার্চ ২০২৩ খীঃ তারিখ ক্যাম্প-১৩ এর জি-৪ ব্লক এ দুইজন রোহিঙ্গা হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। .
.
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: