• ঢাকা
  • বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা আসামি আব্দুস শহীদ র‍‍্যাব এর হাতে গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৮ পিএম;
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা   আসামি আব্দুস শহীদ র‍‍্যাব এর হাতে গ্রেফতার
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা আসামি আব্দুস শহীদ র‍‍্যাব এর হাতে গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত আসামী আব্দুস শহীদ কে গ্রেফতার করেছে র‍‍্যাব মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব ১১ নোয়াখালী ক্যাম্প এর একটি গোয়েন্দা দল লক্ষ্মীপুর এবং নোয়াখালী সীমান্তবর্তী থানার আমানী লক্ষ্মীপুর গ্রামের আল্লাহর দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুস শহীদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানধীন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ গণেশ শ্যামপুর গ্রামের বেপারী বাড়ির শাহজাহানের পুত্র বলে জানা গেছে। 
 
 
 বিকালে র‍‍্যাব সদস্যরা তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। র‍‍্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার দীপন চন্দ্র মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এইতো জানিয়েছেন। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামি আব্দুস শহীদ সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার সাত দিনের রিমান্ডে আবেদন করা হবে। 
 
 
উল্লেখ্য গত সোমবার লক্ষ্মীপুর  সদর উপজেলার উত্তর জয়পুরের গনেশামপুর গ্রামে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলি চালায় এতে খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক আমার বার্তা'র জেলা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধ সহ আহত হয়। 
 
এ ব্যাপারে মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে চন্দ্র থানায় থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। সোমবার র‍‍্যাব মামলার
 দুই নম্বর আসামিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।
 
.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ