• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লঞ্চ অগ্নিকান্ড, নৌ আদালতে আত্মসমর্পণ করেছেন সেই লঞ্চের দুই মাস্টার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৪০ পিএম;
লঞ্চ অগ্নিকান্ড, নৌ আদালতে আত্মসমর্পণ করেছেন সেই লঞ্চের দুই মাস্টার
লঞ্চ অগ্নিকান্ড, নৌ আদালতে আত্মসমর্পণ করেছেন সেই লঞ্চের দুই মাস্টার

নৌ আদালতে আত্মসমর্পণ করেছেন অভিযান ১০ লঞ্চের ২ মাস্টার। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়ের জামিন নামঞ্জুর করেছেন। .

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটিং অফিসার বিল্লাল হোসেন। .

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান ১০ লঞ্চ অগ্নিকান্ডের ঘটনায় গত রোববার নৌ আদালতে মামলা করা হয়। এ মামলার আসামিরা হলেন অভিযান লঞ্চের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. রাসেল আহাম্মেদ, ফেরদৌস হাসান রাব্বি ও মো. শামিম আহম্মেদ। এছাড়া লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় চালক আবুল কালাম ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।  . .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ