• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লাল টিপ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:১৬ পিএম;
লাল টিপ
লাল টিপ

লাল টিপ.

মুহাম্মদ সায়েস্তা মিয়া.

(১৩/০৮/২০১১ ইং).

 .

প্রস্তরখন্ডে হিমালয় হলাম.

গলে যাবনা খসে পড়ব না.

তবো পাজর কড়কড়ে ভেঙ্গে গেল  ।।.

 .

আটলান্টিকের বুকে শ্যামলিমায়.

অনন্ত প্রতিক্ষার যবনিকাপাতে.

অথৈ সুনামীর আক্রমণ এলো।।.

 .

যেন দ্বি-খন্ডে হয়, স্বপ্ন দু-ভাগ হয়.

দুই আঁখি ভরা ঘুর্ণীস্রোত বয়-.

নিখোজের দেশে অভিরাম চলা হয়।।.

 .

দুটি ওষ্ঠ্য আজও এক হয়নি-.

কস্মিন-ক্ষণেও হলো না ছুয়ানো.

দেয়া হয়নি চাঁদের কপালে লাল টিপ।।.

 .

লাগামহীন দূরে অবচেতন দোলছি-.

সিগারেটের মত আমার অতীত-অবদি.

শুধু তোমার জন্য, তুমি হাসবে।.

 .

কষ্ট সে-তো কারাগারে আছে আজীবন-.

কোনো দুঃখ নেই এ প্রেমের হুলিতে.

আমার সব আছে তোমার প্রাপ্তির ঝুলিতে।।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ