২০২৩ বই মেলায় লেখক শাহমুব জুয়েল এর নতুন বই "ব্যাক বেঞ্চের বালিকা" প্রকাশিত হচ্ছে। .
বইটি নিয়ে কথাসাহিত্যিক ও শিক্ষক সাফি উল্লাহ্'র কিছু কথা, গল্পগ্রন্থটির নামগল্পের শিরোনাম ‘ব্যাক বেঞ্চের বালিকা’। ক্লাসের পেছনের বেঞ্চে যে বালিকা বসে, তাকে কেন্দ্র করেই যে গল্পটি লেখা, তা সহজেই অনুমেয়। আক্ষরিক অর্থে গল্পটির বিষয়বস্তু পেছনে পড়ে থাকা মানুষের স্বপ্ন দেখা ও স্বপ্নপূরণের লক্ষ্যে নিকটজনের ত্যাগ-স্বীকার এবং দারিদ্র্যতার কষাঘাতে লক্ষ্যভ্রষ্ট না-হওয়া হলেও গল্পটি নিয়ে যদি আরও বিস্তৃত পরিসরে ভাবা যায়, তা হলে দেখা যাবে- সমাজের পেছনের সারির মানুষের সংগ্রাম ও স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলার প্রত্যয়ই মূলত ব্যক্ত হয়েছে। কোনোকিছুতেই মানুষ থেমে যায় না। আর যারা থামে না, তারা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে। বইটির আঠারোটি গল্পের শিরোনামই চমকপ্রদ, যা পাঠককে আগ্রহী করে তোলে এবং গল্প পড়ার পরেও তার রেশ থেকে যায়- ভাবনায়, চেতনায় এবং মর্মে।.
বইটি সম্পর্কে আরেক কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, আমাদের বর্তমান জীবন নানাবিধ জটিলতায় আচ্ছন্ন। সময়ই একটি উপাখ্যান। চলমান বহুমুখী সংকটকে সাহিত্য শিল্পে গাথুঁনি দেওয়া সৃজনশীল লেখকের দায়বদ্ধতা। শাহমুব জুয়েল সমকালীন জীবনযাত্রা ও সংকটের কাহিনিকে অনুষঙ্গ করে গল্পের বিবরণে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর গল্পে ছিন্নমূল মানুষের জীবন, বেদে শ্রেণি, খাল ও বিল দখল, ভন্ডামি, বহুবিবাহ, নারী লিপ্সা, পরিবেশ বিপর্যয়, সামাজিক দীনতা, তোষামোদি, কিশোর গ্যাঙ ও তাদের উৎপাত, পারিবারিক ভাঙন, তৃতীয় লিঙ্গের সামাজিক দুরত্ব, মুক্তিযুদ্ধের সময় ধূ ধূ মাঠ, বিভৎস লাশ এবং মুক্তিচেতনা গল্পকে ভিন্নমাত্রায় নিয়ে হয়। গল্পে যখন এসব উপাদান সুবিন্যস্তভাবে ফুটিয়ে তোলা যায়, তখন তা হয়ে ওঠে সময়োপযোগী ও পাঠকপ্রিয়।.
চমৎকার উপস্থাপন রয়েছে ‘ব্যাক বেঞ্চের বালিকা’ গল্পে। গল্পের মেয়েটি হতদরিদ্র কিন্তু নিজ চেষ্টায় গ্রাম্যসংস্কৃতি থেকে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। সাধারণ ঘর থেকে অসাধারণ মেধা ও সক্ষমতা নিয়ে গণমানুষের আইকন হয়ে ওঠে। অবিশ্বাস্য পারফর্মেন্সের কারণে জীবন হিমালয় জয়ী কন্যা। বাঙালি নারী হিসেবেও সে সৌভাগ্যবান ও জয়িতা। ‘ব্যাক বেঞ্চের বালিকা’ গল্পগ্রন্থে’ শাহমুব জুয়েল গল্পায়ন ও শিল্প পরিবেশনে প্রাণন্ত চেষ্টা করেছেন। আশাকরি ‘ব্যাক বেঞ্চের বালিকা’ গ্রন্থটি সকলের ভালো লাগবে।.
বইঃ ব্যাক বেঞ্চের বালিকা। লেখক শাহমুব জুয়েল, প্রকাশিত হয়েছে তাম্রলিপি প্রকাশনী থেকে। যার মূল্য তিনশত টাকা (৩০০/-) ১৫% ছাড়ে। বইফেরি, প্রথমা.কম, দূরবীন ও বুক এক্সপ্রেস এ প্রি-অর্ডার চলছে।.
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: