• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শৈশব-কৈশোর, বৃদ্ধ কাল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৪৭ এএম;
শৈশব-কৈশোর, বৃদ্ধ কাল
শৈশব-কৈশোর, বৃদ্ধ কাল

শৈশব-কৈশোর, বৃদ্ধ কাল---.

হিটু বাউল।।.

 .

হাট্টি -হাট্টি,পা-পা চলে যায় দিন.

শৈশব-কৈশোর হলো যে বিলীন।.

সময়ের কাজ সময়ে করিনি.

মূলধন হারিয়ে হয়েছি যে হীন।।.

কাম-ক্রোধ,লোভ-মোহ সকলি ছিলো.

ভোগের ভাবনায় শুধু দিন কাটিলো।.

আমি কে, কে আমার.

তা -তো ভাবিনি।।.

সুখের আশায় ঘুরেছি শুধু.

সুখ সে-তো সুখ নয়,মরীচিকা শুধু।.

এখন যাবার সময়.

বেড়ে গেছে ঋণ।।.

চোখের ভালো লাগা ভালোবাসা নয়.

বুঝি নিতো ভালোবাসা কাহাকে কয়।.

বালু চরে বাঁধা ঘর.

ঝড়েতে বিলীন।।.

 . .

ডে-নাইট-নিউজ / "হিটু বাউল"

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ