সবার হাসি.
মিজানুর রহমান মিজান.
.
সবার হাসি, ঈদের খুশি.
থাকে যদি মুখেতে.
ঈদ আনন্দ জগতে।।.
না থাকে ভেদাভেদ, ভুলে সকল বিভেদ.
অন্তরের ফেলে ক্লেদ, সিক্ত ধারা সম্প্রীতিতে।।.
ধনী গরিব উচু নিচু ,ডাক থাকে না যদি পিছু.
অল্প অল্প বিলাও কিছু, নির্মল হাসি ফুটাতে।।.
আছে অনেক অনাহারী,সাধ্যমত নজর রাখি.
অনেকের রয়েছে নজরদারী, বাকিদেরও হাত প্রসারিতে।।.
হবে ঈদ সার্বজনীন, প্রেম-প্রীতি সঙ্গীন.
না থাকলে নীতিহীন, মানবতার সুঘ্রাণ ছড়াতে।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: