সম্পর্কের নামকরণ
আয়েশা সীমা.
.
একযুগ তো কেটেই গেলো
বোঝা আর না বোঝার হিসেব কষে
একযুগ কেটে গেল আমাদের দূরত্ব মেপে
কি হতে পারত আর কি হতোনা তা ভেবে
সময়ের বিহ্বলতা কাটিয়ে দিয়ে
আবেগি সান্নিধ্যের আবেশ মেখে
মোহগ্রস্ততার বেহিসেবি পরশ ভেবে।.
একটা যুগ আমরা কাটিয়েছি
অনুভূতির পসরা সাজিয়ে
এখানে শ্বেতকপোতের ডানা ঝাপটায়
অস্থির হয়নি আমাদের সময়।
তবুও অপেক্ষার চিনচিনে ব্যথা
নামহীন, পরিচয়হীন কিংবা অর্থহীন
শিকড়হীন আবেগের শিকল পড়া গায়ে
পায়ে পায়ে ফের কভু বসন্ত এলে
হাজারো পাওয়া না পাওয়ার কথা বলে
থামিয়ে দিব বসন্তবাউরির কূজন। .
বসন্তের সীমা পেরিয়ে উচ্ছল রবো আমরা
এই যুগের নামকরণটা না হয় আমরাই করবো
তার উজ্জ্বলতার ছটায় সুবাসিত হবে
নামহীন সম্পর্কের গহীন স্পর্শ।.
ডে-নাইট-নিউজ / আয়েশা সীমা
আপনার মতামত লিখুন: