• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সর্বোপরি নিস্তেজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম;
সর্বোপরি নিস্তেজ
সর্বোপরি নিস্তেজ

সর্বোপরি নিস্তেজ.

মিজানুর রহমান মিজান.

সুখ কিনতে গেলাম হাটে.

যা আছে আমার ললাটে।.

পেলাম বিত্তবান জিজ্ঞাসিলাম তাকে.

সুখ আছে কি তোমার কাছে.

প্রতুত্তর এলো সওদা করছি ঘাটে ঘাটে.

বিক্রি করেনাকিছুই না জুটে.

মধ্যবিত্তের হাহাকারেসীমাহীন জলধি বুকে.

আকাশ সমান চিন্তক জমাট পাথর.

হা-হুতাশে ঘুরে ফিরে চতুর্দিকে.

লাপাত্তা সুখ অন্য কোলে.

একে অন্যে বলাবলিতে বাঁধায় শুধু ঝামেলা.

শেষ অবধি আখ্যায়িত করে বলে পাগেলা.

এতো নিষ্ঠুর যন্ত্রণা আর ভাবনা.

নিরন্নের জুটিলে এক মুঠো আহার.

হাসির ঝিলিক তার ঠোঁটে.

উপছিয়ে যায় বন্যা আনন্দের চটে.

আশ্বস্থ হই হয়তো প্রাপ্যপ্রাপ্তি সংযোগ মিটে,মিটবে.

না না না পাত্তাই মিলে না.

নাগালের বাইরে ধরাছোঁয়ার অসম্ভব সীমানায়.

ক্লান্ত,শ্রান্ত অবসাদ গ্রস্থ.

আর পারিনা চলতে ফিরতে.

অবস দেহ,ঝিমায় অনবরত.

সুখ তো দুঃখের সহোদর বনবাদাড়ে.

সর্বোপরি নিস্তেজ অকার্যকর বস্তু দেহাভ্যন্তরে.

তারিখ /১২/২১খ্রিঃ. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ