বসন্ত হাওয়ায়,দোলা জাগায়.
প্রাণ উথলায় বাসনা সাজায়।।.
চলা তোমার হেঁটে যাওয়া পথে.
সাথে নেবে না তবুও হবে চলতে.
দেখে দেখে পিছুতে আনন্দ চলায়।।.
চলার পথে দ্বিধাহীন অনুকরণে.
স্বপ্ন ঘেরা মন নির্ভেজাল সমিরণে.
নি:শ্বাস খাবে দোল দোলায়।।.
চরবো ক্লান্তিহীন বেদনা বিধুর অট্রহাসিতে.
চাতক পাখি অগ্নিঝরা রোদেলা দুপুরেতে.
যদি বৃষ্টি নামে নিরুত্তাপ ছড়ায়।।.
সান্নিধ্যে গলবে বরফ হাসতে হাসতে.
ফুলগুলো বেহুস হবে কার কি সৌরব বিলাতে.
থাকবে না সময় আমাদের সুবাস ছোঁয়ায়।।.
. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: