জীবন গেলো.
মিজানুর রহমান মিজান.
.
যারে বাসলাম ভালো.
সে নাহি আমার ছিলো.
পা দিয়ে সুখ টেলে গেলো।।.
জানতে বড ইচ্ছে হয়.
সে যে কত সুখে রয়.
দেখে দুখীই মনে হলো।।.
যা করিবে তুমি.
ফেরত দেয় অন্তর্যামী.
সুখ ধরা কি সহজ ছিলো।।.
কারো সুখ সহে না.
বলে কপাল ভাল না.
সুখটারে আশ্রয় না দিলো।।.
সুখ থাকে না গাছের আগায়.
মাটিতে না গডাগডি যায়.
স্বভাবেতে শান্তি সুখ রলো।।.
এপারেতে নাহি শান্তি.
ওপারেতে সবার বসতি.
আশার আশে জীবন গেলো।।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: