দাখিল পরীক্ষায় লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শতভাগ পাস সহ রয়েছে অসংখ্য এ(+) এর কৃতিত্ব। জানা যায়, ২০২৪সালে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা থেকে ৩৫জন পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাশ করে। এর মধ্যে ২৬জন এ(+) সহ ৯জন এ গ্রেড অর্জন করে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই ১৩জন এ(+) পেয়েছে
আপনার মতামত লিখুন: