• ঢাকা
  • শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে উচ্চ আদালতের রায়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৯ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৬ পিএম;
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে উচ্চ আদালতের রায়
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে উচ্চ আদালতের রায়

বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ উমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে জটিলতার অবসান হয়েছে বলে জানা গেছে। প্রায় পৌনে দুইমাস বিষয়টি গণমাধ্যমের আড়ালে ছিল। এডহক কমিটি নিয়ে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ালে প্রথম কমিটির বৈধতা দিয়েছে আদালত।.

 .

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং ৪২৩৮, তারিখ ২৩/১০/২০২৪ ইং মূলে, বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা দায়রা জাজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ খালেদ হোসেন-কে সভাপতি এবং সমাজসেবক বাবুল মিয়া-কে বিদ্যুৎসায়ী সদস্য করে একটি এডহক কমিটি অনুমোদন করা হয়।.

 .

পরবর্তীতে বিগত ২০/১১/২০২৪ ইং তারিখে স্মারক নং ৪৬৯০ মূলে, উক্ত কমিটি পরিবর্তন করে বিএনপি নেতা মো. ময়নুল হক-কে সভাপতি এবং মোনায়েম খান-কে বিদ্যুৎসায়ী সদস্য করে নতুন কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।.

এই পরিবর্তনের বিরুদ্ধে এডভোকেট মোঃ খালেদ হোসেন মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন নং ১৪৬০৮/২৪ দায়ের করলে দীর্ঘ শুনানির পর, ১৭ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সুপ্রিম কোর্ট ময়নুল-মোনায়েম কমিটি বাতিল করে খালেদ-বাবুল কমিটি পূনঃবহাল রাখার নির্দেশ দিয়ে এক আদেশ প্রদান করেন .

সুপ্রিম কোর্টের রায়ের ফলে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রশাসনিক কার্যক্রম পুনরায় পূর্বের কমিটির অধীনে পরিচালিত হবে বলে কলেজ কর্তৃক জানা গেছে।.

১৭ই ডিসেম্বর শুনানীর পর আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমের আড়ালে ছিল এতদিন। রিট আবেদনকারী এডভোকেট মোঃ খালেদ হোসেন এর প্রতিপক্ষের পরবর্তী কোন প্রদক্ষেপ গ্রহনের তথ্য পাওয়া যায়নি।.

এবিষয়ে উত্তর বিশ্বনাথ আমজদ আল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ এর নিকট বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি ১৭ ই ডিসেম্বর রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পুনরায় আগের এডহক কমিটির মাধ্যমে কলেজের কার‌্যক্রম পরিচালিত হবে।.

.

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ