• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দুর প্রবাসে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২১ পিএম;
দুর প্রবাসে
দুর প্রবাসে

দুর প্রবাসে.

মিজানুর রহমান মিজান.

 .

পথ পানে চেয়ে থাকি বন্ধুয়ার আশে.

নিরালা নির্জনে অতি সংগোপনে যদি আসে।।.

মন বাসনা বিনয়ে যাচনা করবো চরণে.

কিবা কারনে পাগল মনে রাখছি যতনে.

সে বিনা নাই আপনা দুর প্রবাসে।।.

দিনমান যায় আশার আশায় অপেক্ষমান.

আছে যত আমার আমিত্ত বিসর্জিত প্রাণ.

যত ভাবনা স্বপ্ন বেদনা তোমায় ভালবেসে।।.

মনের জ্বালা কষ্টের থালা পুষে বুকে.

আশা নিরাশা হলাম বেদিশা অন্তর্লোকে.

সব নির্মুল দোলায় দোল খোলে প্রকাশে।।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ