নজর কাড়ে.
মিজানুর রহমান মিজান.
তোমার নজর কাড়তে.
সাজলাম পরিপাটি পোষাকে.
নিলাম প্রসাধনীর সহযোগিতা।.
সুবিন্যস্ত চুলের বেণী সাজালাম.
পার্লারে যেয়ে, নান্দনিক দৃষ্টির প্রতিযোগিতা।.
আকর্ষণীয় টিপ দিলাম কপালে.
হাতে বালা, চিত্রায়িত আল্পনা মেহেদির.
ঘুরলাম অনেকবার পাশ দিয়ে.
ঘুর ঘুর করে অভিনীত কায়দায়.
সিনেমার নায়িকার ভাব,করে ফ্যাশন ধরে পেখম.
সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেশিত.
ফিরেও তাকালে না একটিবার।.
মুখ খুলতে পারলাম না অদৃশ্য.
হাতের ছোঁয়ায়,গলা টিপে ধরার ভয়ে।.
শেষতক সমর্পিত অন্যের.
সুখে আছি, সুখে থেকো.
তুমি অনির্বার, দুর্বার ক্ষিপ্রতায়।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: