.
মিজানুর রহমান মিজান.
.
ভাল যদি একজন চলে.
অন্য মরে হিংসার অনলে।।।.
অন্যের ভাল সহ্য হয় না.
নিজ চিন্তা হিংসুক করে না.
পিছু নেয় সে তাল বেতালে।।.
ভাল যারা আড়াল তারা থাকে দুরে.
সমাজ সংসারে লুকোচুরি করে নির্জন কাতারে.
উত্তমতায় প্রাণ বাঁচিয়ে চলে।।.
অন্যের গাছে ফল ধরলে.
অংকুরে বিনাশ করে সমুলে.
তবু তার হয় না.
তারপরেও বুঝে না.
হিংসার পরিনাম বয়ে চলে।।.
হিংসুকের উন্নতি নাই সফলতা.
একবার ভাবলে যাইত তার ব্যথা.
প্রকৃতি প্রতিশোধ নেয় মন্দকাজের ফলে।।.
. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: