
ভেজায় অশুদ্ধতা.
মিজানুর রহমান মিজান.
.
চাইলেই কি পাওয়া যায় যথা-তথা.
মানুষ সদা মানবিক হবার কথা।।.
মুখের বুলি সুমিষ্ট সুন্দর.
অন্তরে সাপের বিষ রাখনি খবর.
আপন ভাব নিমিষেই নাই নৈতিকতা।।.
স্বার্থের প্রয়োজনে শুনায় অমৃত বাণী.
ফুরিয়ে গেলে ভাবে না কষ্ট কতখানি.
স্বার্থ উদ্ধারিয়া দেখায় নীচতা।।.
জীবন জীবনের জন্য হয় প্রয়োজন.
একথা জেনেও দায়িত্ববোধ রাখে কজন.
মুখে সুন্দর বুলি বুকে পোষে কুটিলতা।।.
নেবার বেলা পাক্কা অভিনয়,কাঁদো চেহারা.
দেবার সময় জমিদারী ভাষা হৃদয় ভরা.
উল্টো রথে চড়ে তারা ভেজায় অশুদ্ধতা।।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: