আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা করা হয়েছে।.
এদিকে বৃষ্টি ও সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতির কারণে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। যাতে করে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যায়।.
এ বছর ১১টি শিক্ষাবোর্ডের আওতায় সর্বমোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে।.
এর আগে গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: