• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১৮ পিএম;
কমলনগরে কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
কমলনগরে কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে চৌমুহনী সরকারি এসএ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেএম ফারুকী, সেনবাগ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। .

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রভাষক হুজ্জাত উল্যাহ যোবায়েরের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন, সহ-সম্পাদক প্রভাষক মো. নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রভাষক মোহম্মদ বেলাল হোসেন, প্রভাষক মাকছুদুর রহমান, আব্দুল মালেক, মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ, জেসমিন আক্তার, পপি রানী সরকার, প্রদর্শক মিনার উদ্দিন, ছাত্রনেতা মেহেদী হাসান দাউদ, তামিম হযরত অমি, শিক্ষার্থী রাহিম মো. রতœ, সাবিহা হক ও সানজিদা আক্তার মুন্নী প্রমুখ।.

উল্লেখ্য, গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রফেসর মো. জাকির হোসেনকে হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ  লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ