নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) : ৫ জানুয়ারি(শুক্রবার ) সকাল ৯ঃ০০ টায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নতুন কারিকুলামের শিক্ষকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কামগতি উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তনু চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রমে রামগতি কমলনগর এর মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ কে নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তনু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি পৌরসভার মেয়র এ ম এ মেজবাহ উদ্দিন ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহিদ হোসেন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ নজরুল ইসলাম সহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে তোলার জন্য শিক্ষকদের বিকল্প নাই।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: