মানুষ মরণ কথা ভুলে গেছে.
চালাকি আর প্রতারণায় মন মজাইছে।।.
এ দুনিয়া অস্থায়ী রঙ্গের মেলা.
আসল ঠিকানা মাটির ঘরে একেলা.
আলো নাই বাতাস নাই অন্ধকার আছে।।.
অন্যের হক কেড়ে হচছ মোটাতাজা.
অন্ধকার ঘরে তুমি একেলা রাজা.
হবে না সঙ্গি সাথী যারা খাচেছ।।.
.
দায়ভার নিবে না কেহ যার যার জবাব.
নিশিদিন কাঁদবে ফেলে অশ্রু হয়ে লা-জবাব.
হারালে পাবে না সময় বয়ে যাচেছ।।.
ঠগছ যার ক্ষমা চাও তার কাছে.
থাকতে হুশ বুদ্ধি জ্ঞান যখন আছে.
পাবে না পাবে না রেহাই নৌকা যবে চলছে।।.
না ভেবে হিংসা লোভে অন্যকে ডুবালে.
বুঝাই তরী তোমার ডুবে যাবে অতলে.
সময় থাকতে হও সচেতন মিজানে বলছে।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: