হিংসার অনলে.
মিজানুর রহমান মিজান.
.
মরে জ্বলে পোড়ে হিংসার অনলে.
অন্যের ভাল সহ্য হয় না, ডুব দেয় অথৈ জলে.
কাকে ময়ুরের পেখম ধরে।।.
হামবড়া ভাব আর আমিত্বে মন মজাইয়া.
জল খায় শুধু অন্ধত্বে ডুবিয়া.
শেষবেলা ঘিরে আঁধারের গোলমালে।।.
.
ঠগার ধান্ধা পদে পদে.
বিবেকে না তার বাঁধে.
খাই পাই খাই পাই ভাসছে জলে।।.
এক ধান্ধায় নিমজ্জিত মনে প্রাণে.
আমিত্বের স্বভাবে মগ্ন কেন অন্যে.
করে হচেছ বড়, সে থাকছে সবার তলে।।.
সৃষ্টির স্রষ্টা যারে দেবে সম্মান.
হিংসা করে কেমনে করবে অপমান.
ঘৃণায় ফল আসে উল্টো তালে।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: