আগামীর অযোগ্য.
মোহাম্মদ সায়েস্থা মিয়া.
.
কপালের সিঁদুর মুছার পর,.
ভাইকে যুদ্ধে হারানোর পর,.
দিপালীর সভ্রম নাশের শেষে,.
ইস্পাতের ন্যায় মেরুদন্ডে.
দাঁড় হয়েছি, দোসর, খেকোর.
বিচার দেখার অভিলাষে।.
.
রক্তের হুলিখেলা তোর নেশা।.
আমি স্বাধীনতা বুঝি,.
বয়োসন্ধি নিশ্চুপ পালাবে.
কয়েক যুগ বেড়ে উঠোয়।.
আমি বিয়াল্লিশ পেরিয়ে।.
.
আমার বুকের মাংসে অনেক.
ছোঁ মেরে ছিঁড়ে খেয়েছিস,.
রক্তে নৌকা চালিয়ে.
লাশে লাশে স্তুপ করে.
উল্লাসের মিছিলে ভেসেছিস,.
বড্ড বেঈমান তোরা - পিছাস।.
ক্ষমা, অযোগ্য করেছে ইতিহাস।.
.
আবার তোর প্রেতাত্মার লেহন.
পেট্রোল বোমায় ঘুমন্ত নিহত.
মায়ের সঞ্চিত থলে ছিনতাই!.
ক্ষমতা লোভি, দাজ্জাল.
আগামী তোকে নিষ্কৃতি দেবে না।.
.
আমি অঘ্রাণের সোনালী ধানে,.
আমি রবিশস্যের সবুজ মাঠে,.
আমি আষাঢ়ের বাণে,.
আমি ভাদ্রের বৃষ্টির ফোঁটায়,.
বলতে শুনি তোকে অজস্র ধিক্কার।.
আবার বিচার হবে, তোর মৃত্যু।. .
ডে-নাইট-নিউজ / মোহাম্মদ সায়েস্থা মিয়া
আপনার মতামত লিখুন: