• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আগে তুমি মানুষ হবে : মুহিবুর রহমান সুইট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২০ পিএম;
আগে তুমি মানুষ হবে : মুহিবুর রহমান সুইট
আগে তুমি মানুষ হবে : মুহিবুর রহমান সুইট

আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কৃতজ্ঞতা আদায় করছি। মাসের তারিখের উপজেলা পরিষদের নির্বাচনে মাইক মার্কা নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন  জায়গা থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে কিন্তু আনুষ্ঠানিক ভাবে এই প্রথম ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয় আমাকে অতিথি করেছে। সে জন্য আজীবন আমার এই বিদ্যালয়ের কথা মনে থাকবে।.

 .

আমাকে এখানে অতিথি করা হয়েছে কিন্তু আমার  কাছে কোনো দাবী উত্তাপন করা হয় নাই। আগামী সোমবারে আমাদের শপথ  হবে। শপথ গ্রহণের পরে যদি অলংকারি ইউনিয়নে কোনো বরাদ্ধ আসে তাহলে প্রথম বরাদ্ধ হবে ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের জন্য। .

 .

 আমি এখানে এসে অভিভূত হয়েছি। বিশ্বনাথে যত সরকারি হাই স্কুল রয়েছে তার মধ্যে একটি মাত্র হাইস্কুল সেটি হচ্ছে ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়। যার শত ভাগ রিজাল্ট করার রেকর্ড রয়েছে।.

 .

কথা গুলো বলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের  নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট। ২৫ মে শনিবার দুপুরে বিশ্বনাথ বেতসান্দি ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে এস এস সি  উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।.

 .

সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তফজ্জুল আলীর সভাপতিত্বে  এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কবির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।.

 .

এসময় প্রধান অতিথি মুহিবুর রহমান সুইট আরো বলেন,স্বাধীনতা অর্জন করা যত সহজ রক্ষা করা তত কঠিন।.

তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতার চাবিকাঠি হচ্ছে শিক্ষকদের কথাবার্তা অনুসরণ করা। তুমাদের প্রাপ্তি সমাজের তুষ্টি। তোমাকে তোমার পরিশ্রম চেয়ারে বসাবে। তুমি যদি + পেয়েও তোমার সমাজ রাষ্ট্রকে সম্মান করতে না পারো তাহলে তুমি সু শিক্ষায় শিক্ষিত হতে পারবেনা। .

 .

বাংলাদেশে + এর  সংখ্যা যত বাড়ছে তেমনি ভাবে বৃদ্ধাশ্রমের সংখ্যাও তেমন বাড়ছে! আমরা চাই আগে তুমি মানুষ হবে এরপর উচ্চ সার্টিফিকেটের মালিক হবে।  .

 .

তিনি বলেন, পৃ্থবিীতে একটি মাত্র পেশা শিক্ষকতা। শিক্ষকরা নিঃস্বার্থ ভাবে সমাজ দেশের কল্যাণের জন্য কাজ করে থাকেন। শিক্ষক বৃন্দের দোয়ার বিনিময়ে আল্লাহতালা আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তাদের জীবনের চুড়ান্ত সফলতা কামনা করেন।.

 .

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামাল বাজার রাগিব রাবেয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওদুদ আজাদঅলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ বশির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান ফজলু মিয়া। .

 .

বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক প্রিয়তুষ ধর, কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রীমা বেগম আরাফাত রহমান জিহাদ। এবারে মোট ৭২জন  শিক্ষার্থী পরীক্ষা দেয় এর মধ্যে দশটি + পেয়েছে। বিদ্যালয়ের  শতভাগ ফলফল। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে অঃা টেংরা। আলী হোসেন মোল্লাহ পরিচালিত ফেইসবুক পেইজ।. .

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ