টানা এক মাস পর আবারো শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান শুরু হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে শিক্ষাঙ্গন গুলোতে। তবে করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছাত্র-ছাত্রীদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।.
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে গত ২১ জানুয়ারি দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ।.
এদিকে করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর তা কীভাবে চলবে, এ বিষয়ে ২০ দফার গাইডলাইন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এসব নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: