চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের‘প্রবাসী বিজ্ঞান ভবনের' ভিত্তি প্রস্তর স্থাপন
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫৭ পিএম; চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের‘প্রবাসী বিজ্ঞান ভবনের' ভিত্তি প্রস্তর স্থাপন
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখার জন্য প্রবাসীদের অর্থায়নে "প্রবাসী বিজ্ঞান ভবন"নামে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ ৯ই ডিসেম্বর সোমবার দুপুরে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃসিরাজুল ইসলামের সঞ্চালনায় ও শিক্ষার্থী তানভীর আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ভিত্তি প্রস্তর স্থাপন পূর্বক হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রুশন আলী।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আবুল কালাম আজাদ,শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফিজ মাওঃমোহাম্মদ আলী ও মাওঃজসিম উদ্দিন কাওসার।
এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন,প্রবাসীদের অর্থায়নে এই ভবনটি নির্মিত হচ্ছে,আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞতা স্বীকার করছি,এবং তাদের নামেই এই ভবনের নামকরণ করছি, এই ভবনটি শেষ করতে বড় অংকের টাকা প্রয়োজন,আশাবাদী প্রবাসীরা তাদের ওয়াদা মোতাবেক আমাদের পাশে থাকবেন, এজন্য এলাকার প্রবাসী বিত্তবানদের পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
অতীতে যারা এই বিদ্যালয়ের জন্য কাজ করে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি নুর মিয়া,আলতাব আলী,সিরাজ মিয়া,মাসুক মিয়া ,এস এম রফিক আহমদ, ময়না মিয়া,শফিক মিয়া, খালিক মিয়া,তাজুল ইসলাম কালা,সাহাব উদ্দিন,ইসলাম উদ্দিন,শরিফ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
.
ডে-নাইট-নিউজ /
শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: