• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ধ্বংস অবশ্যম্ভাবী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৭ পিএম;
ধ্বংস অবশ্যম্ভাবী
ধ্বংস অবশ্যম্ভাবী

ধ্বংস অবশ্যম্ভাবী.

মিজানুর রহমান মিজান.

 .

বিশ্বাস অবিশ্বাসের দোলায়িত সময়.

ভেজাল সর্বত্র হোক সম্পর্ক ,খাদ্য বা অন্য.

দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে.

যুগ-যুগান্তর আড্ডা বা খোশ গল্প.

বিশ্বাস নেই পরিচিত, অপরিচিত সংশয়, ভয়।।.

 .

হতাশার কালো মেঘে হাবুডুবু.

দারুণ অভাব বিশ্বাসের ; শরীর মন জবু তবু.

পরিবেশ বদলে যেন নিশ্চিন্নতার পথে.

ঠকাচ্ছেন একে অপরকে নৈতিক অবক্ষয়ে।.

জং ধরে লোহায়, ক্ষয়ে যায় ধীরলয়ে.

ধ্বংসের পথে.

হিংসা, লোভ, স্বার্থ অন্ধ করে দেয় আত্মার.

সবটুকু হিমায়িত বরফের মতো।.

ঠান্ডা ও জমাটবদ্ধতার আবর্তে.

আবর্তিত প্রক্রিয়ার মধ্য দিয়ে.

ধ্বংস অবশ্যম্ভাবী।. .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ