• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম;
ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানসহ সার্বিক কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।.


    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন ও উপাধ্যক্ষ মো. আসহান হাবীবের অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. তৌহিদুজ্জমান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, প্রচার সম্পাদক মো. তানভির আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আসাদ প্রমুখ।.


মো. তৌহিদুজ্জমান রাসেল বলেন, বর্তমানে ফুলবাড়ী সরকারি কলেজ অনিয়মন ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থিভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জনের সরবরাহের ব্যবস্থা নেই, নেই কোনো বিনোদনের ব্যবস্থা। ছাত্রাবাসটি ছাত্রদের থাকার অনুপযোগী হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাসে বসবাস করতে হচ্ছে। বিকেলের পর থেকেই কলেজে চতুর্পার্শ্বে নেশাখোড় ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ চারণভূমিতে পরিণত হয়েছে। এদিকে কলেজ অধ্যক্ষ কিংবা উপাধ্যক্ষ কেউই নজর দেন না। তারা থাকেন তাদের ব্যক্তিস্বার্থ উদ্ধার নিয়ে। .


উপাধ্যক্ষ আহসান হাবীব বলেন, কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী কার্যক্রম শুরুর পূর্বেই ছাত্রলীগের সাবেক কয়েকজন এসে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে অনুষ্ঠানস্থল থেকে বিতাড়িত করাসহ বার্ষিক ক্রীড়ার গেট ভেঙ্গে ফেলে। এ সময় তারা অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকদের সম্পর্কে কুটক্তি করে। বিষয়টি স্থানীয় সাংসদকে জানানো হয়েছে। 
 . .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ